জাতীয়বাংলাদেশলিড নিউজ

গবেষণায় জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এবিএনএ: এক সময়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার পুরোনো খ্যাতি ফিরিয়ে আনতে গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া ডক্টর অব ল’জ (মরণোত্তর) ডিগ্রি গ্রহণকালে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গবেণষার দিকে বিশেষভাবে নজর দিন। তাহলে বাংলাদেশকে আরও অর্থনৈতিকভাবে উন্নয়ন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে অক্সফোর্ড বলা হতো, তাহলে সেই গৌরবে ফিরে যাবে।’ এ সময় জাতির পিতাকে ডক্টর অব ল’জ ডিগ্রি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমার বাবা বাংলাদেশের মানুষকে খুব ভালোবেসেছেন। এ দেশের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। এ দেশের মানুষের ভাগ্য গড়তে চেয়েছিলেন। তার আদর্শ ধারণ করে আমাদের দেশটা এমনভাবে গড়তে চাই, যাতে জ্ঞানে-বিজ্ঞানে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারি।’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতায় এসেছে দেশের মানুষের জন্য কিছু না করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা যে বাংলাদেশ চেয়েছিলেন সেই বাংলাদেশ গড়ে তোলাই আমার লক্ষ্য। সেই প্রচেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘লেখাপড়া শিখে গ্রামের মানুষকে ভুলে গেলে চলবে না। তাদের জন্য কাজ করতে হবে।’ মুষ্টিমেয় মানুষের উন্নয়ন নয়, তার সরকার সার্বজনীন উন্নয়নে পদক্ষেপ নেয় জানিয়ে সরকারপ্রধান বলেন, এজন্য সরকার সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে। গ্রামের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষর কথা চিন্তা করে কর্ম পরিকল্পনা করে যাচ্ছি। গত ১৫ বছর আমরা সরকারে, বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ, সেটা আমরা করতে পেরেছি।’

Share this content:

Related Articles

Back to top button