বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সুলতান মনসুরকে বহিষ্কার

এবিএনএ: দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়া সুলতান মোহাম্মদ মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান তিনি।

গণফোরাম সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে আরো জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শবিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। এর আগে, বেলা ১১টার দিকে সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহণ করেন গণফোরাম নেতা সুলতান মনসুর। একই সময় দলটির কেন্দ্রীয় নেতা মোকাব্বির খানেরও শপথ নেয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। জানা যায়, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নেয় শরিক গণফোরাম। ভোটে দলটি থেকে দুজন নির্বাচিত হলেও, জোটগত সিদ্ধান্তের কারণে সংসদ সদস্য হিসেবে এতদিন তাদের কেউ শপথ নেয়নি। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছেন সুলতান মনসুর।

তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম। যার অংশ হিসেবে এমপি হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। এছাড়া শিগগিরই এ বিষয়টি জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেবে গণফোরাম। সেই চিঠি মোতাবেক ব্যবস্থা নেবেন স্পিকার।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আর দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে সিলেট-২ আসন থেকে জয়ী হন। ওই আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন পেয়েছিলেন তিনি।

 

Share this content:

Related Articles

Back to top button