জাতীয়বাংলাদেশলিড নিউজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

এবিএনএ: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে দেখা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। একটি সম্মেলনে অংশগ্রহণের জন্য লন্ডনে অবস্থানকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। স্পিকার ‘উইমেন এমপিস অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে অংশগ্রহণের জন্য লন্ডনে রয়েছেন। তিনি সম্মেলনের সফলতা কামনা করেন এবং নিমন্ত্রণের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে আন্তরিক ধন্যবাদ জানান। নারী এমপিদের ১০০ বছর উদযাপন উপলক্ষে এবারের সম্মেলনটি আয়োজন করে হাউজ অব কমন্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সম্মেলনে আগতদের চারটি ছবি প্রকাশিত হয়। এতে প্রথম ছবিটিই থেরেসা মে ও ড. শিরীন শারমিন চৌধুরীর। সম্মেলন শেষে আজ স্পিকারের দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button