
এবিএনএ : রাজধানীতে বসতবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিককে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এডিস মশা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় এডিস মশার লার্ভা নিধনে চলমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু নিধনে আমাদের ৫৭টি ওয়ার্ডে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত আছে। সেই সঙ্গে কোনো বাসা-বাড়ি কিংবা নির্মাণাধীন ভবনে কোনো এডিশ মশার লার্ভা পাওয়া গেলে ওই বাড়ির মালিককে জরিমানা করতে অভিযান চলছে। যতক্ষণ পর্যন্ত আমরা এডিস মশা নির্মূল করতে না পারছি ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে।’
মশা মারতে ব্যবহৃত ওষুধ সম্পূর্ণ অকার্যকর নয় দাবি করে মেয়র বলেন, ‘বর্তমানে যে ওষুধ রয়েছে সেটা শতভাগ যে অকার্যকর এটা বলা যাবে না। এটার কিছু অংশ অকার্যকর। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নতুন ওষুধ সংগ্রহ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত বর্তমানের ওষুধ দিয়ে মশা নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
নতুন ওষুধ আনার ব্যাপারে মেয়র বলেন, ‘প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যে এ কাজ আমরা সম্পন্ন করবো। একাজে যেসব জটিলতা ছিল প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সেগুলো কাটিয়ে উঠেছি, নিরসন করেছি। দ্রুততম সময়ের মধ্যে আরও বেশি কার্যকর ওষুধ আমরা সংগ্রহ করবো।’ সেই ওষুধ আনতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আপনারা জানেন যে, এর মধ্যে ঈদের একটা ছুটি চলে আসছে। সেখানে আমাদের টাইম একটু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে এই ওষুধ বিমানে করে আনতে হলে সেটিও সরকার ব্যবস্থা করবে।’
Share this content: