
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গাজীমুরা এলাকায় ফসলের জমি থেকে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তাসহ তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে লাকসাম উপজেলার গাজীমুরা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, দৌলতগঞ্জ পৌর এলাকার ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান, অফিস সহায়ক জসিম উদ্দিন, মুন্সী আতাউর রহমান। এরমধ্যে জসিমের অবস্থা আশঙ্কাজন।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় ফসলের জমিতে একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলে আসছিল। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এতে বাধা দিলে স্থানীয় সোহাগ নামের একজনের নেতৃত্বে ১০/২২ জন তাদের ওপর হামলা চালায়। সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান বলেন, তাদের পরিদর্শনে পাঠানো হয়েছিল।
এসময় অবৈধ বালু তুলতে বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভুঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। পরে হাসপাতালে পাঠাই। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেয়া হবে।
Share this content: