আমেরিকালিড নিউজ

বার ট্রাম্পের উপদেষ্টা গোর্কার পদত্যাগ বাদ দেওয়ার দাবি হোয়াইট হাউসের

এবিএনএ : প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা সিবাস্তিয়ান গোর্কা পদত্যাগ করেছেন। তবে হোয়াইট হাউস দাবি করেছে তাকে বাদ দেয়া হয়েছে। গোর্কা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের কট্টর সমর্থক এবং স্টিভ ব্যাননের ঘনিষ্ট ছিলেন। স্টিভ ব্যাননকেও সম্প্রতি বাদ দেওয়া হয়।
গোর্কা জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। তবে শুক্রবার হোয়াইট হাউস বলেছে, সিবাস্তিয়ান গোর্কা পদত্যাগ করেননি। তবে এটা নিশ্চিত করতে চাই যে তিনি আর হোয়াইট হাউসে কাজ করছেন না। তবে কী কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস।
ট্রাম্পের আফগানিস্তান নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন গোর্কা। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাকমাস্টারের সঙ্গেও তার দ্বন্দ্ব চলছিল।

Share this content:

Related Articles

Back to top button