আমেরিকা

বার্নি স্যান্ডার্সকে নিয়ে এক মঞ্চে হিলারি

এবিএনএ : এক সময়ের ডেমোক্রেটিক প্রবল প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে সঙ্গে নিয়ে এবার নির্বাচনী প্রচারণা চালালেন হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনায় তারা যেখানে সমাবেশ করেন। তার ঠিক ৩০ মাইল দূরেই সমাবেশ ছিল ডোনাল্ড ট্রাম্পের। নর্থ ক্যারোলিনায় আফ্রিকান আমেরিকানদের সংখ্যা দ্রুত বাড়ছে। এখানে তরুণ, শ্বেতাঙ্গ এবং কলেজ শিক্ষিত ভোটারের সংখ্যাও বেশ। তবে ২০১২ সালের নির্বাচনে এখানে হেরে যান বারাক ওবামা। এবার হিলারির টার্গেট এ রাজ্যে জয় ছিনিয়ে নেয়া। হিলারি ও স্যান্ডার্সের বৃহস্পতিবারের এ সমাবেশে আরও ছিলেন সঙ্গীতশিল্পী ফ্যারেল উইলিয়ামস। তারা প্রায় ৫২০০ লোকের এক সমাবেশে উপস্থিত হন। সেখানে তরুণ ভোটাররা স্যান্ডার্স ধ্বনিতে প্রকম্পিত করে তোলেন।

হিলারি তার নির্বাচনী প্রচারণায় বহু রাজনীতিক ও তারকাকে ব্যবহার করছেন। স্যান্ডার্স তাদের অন্যতম। বহু স্থানে হিলারির জনপ্রিয়তা তেমনটা না থাকলেও স্যান্ডার্স বেশ জনপ্রিয়। সমাবেশে স্যান্ডার্স বলেন, এটা কোনো ব্যক্তিগত প্রতিযোগিতার বিষয় নয়। আমরা হাইস্কুলের কোনো নেতা নির্বাচন করছি না। আমরা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতা নির্বাচনের জন্য ভোট দিচ্ছি। স্যান্ডার্স বলেন, ‘ট্রাম্প যে বিকল্পের কথা বলছেন তা গ্রহণযোগ্য নয়। তিনি গোঁড়ামিকে প্রশ্রয় দিচ্ছেন। কিন্তু আমরা কোনো গোঁড়া সমাজে ফিরতে চাই না। আমরা চাই না ট্রাম্প বা অন্য কেউ আমাদের বিভক্ত করুক।’

আয়-বৈষম্য হ্রাসে তার অঙ্গীকারের কথা উল্লেখ করে স্যান্ডার্স বলেন, তিনি নির্বাচনে না থাকলেও তার এ এজেন্ডা বাস্তবায়ন করতে হলে হিলারিকেই ভোট দিতে হবে। এদিকে এদিন এ রাজ্যে সমাবেশ করেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন ১৭ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের এই রাজ্যটিতে সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। তার এই সমাবেশে বহু অবসরপ্রাপ্ত সেনা সদস্যও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সামরিক ও পররাষ্ট্রনীতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থে প্রয়োজন হলেই তিনি শুধু সামরিক শক্তি ব্যবহারের কথা চিন্তা করবেন। তার ভাষায় : আমরা বিদেশে গিয়ে গণতন্ত্র তৈরি করা বন্ধ করব। সরকারের পতন ঘটাব না। এমন কোনো জায়গায় আমরা হঠকারিভাবে হস্তক্ষেপ করব না যেখানে আমাদের সেটা করার অধিকার নেই।

ভিয়েতনাম যুদ্ধে যোগদান করা থেকে বিরত থাকা নিয়ে ট্রাম্প বলেন, এখানে উপস্থিত সেনা সদস্যরা আমার চেয়ে অনেক বেশি সাহসী। তবে আমি অন্যভাবে সাহসী। আমি আর্থিকভাবে সাহসী। জনমত জরিপে এ রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয়া হয়েছে। এ রাজ্যে বৃহস্পতিবার দুটি করে সমাবেশে ভাষণ দেন হিলারি ও ট্রাম্প।

Share this content:

Back to top button