জাতীয়বাংলাদেশলিড নিউজ

বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এবিএনএ : প্রথিতযশা বংশীবাদক, গীতিকার ও সংগীত শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক শোক বার্তায় শেখ হাসিনা দেশের লোক সংগীতকে সমৃদ্ধ করার জন্য বারী সিদ্দিকীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। খবর বাসসের

তিনি বলেন, তার মৃত্যুতে দেশের মানুষ এক জনপ্রিয় লোক সংগীত শিল্পীকে হারিয়েছে। যত দিন লোক সংগীত থাকবে ততদিন পর্যন্ত তিনি জনগণর মাঝে বেঁছে থাকবেন।

প্রধানমন্ত্রী বারী সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেশের লোক সংগীতের এই শিল্পী ৬৩ বছর বয়সে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি ডায়াবেটিসও কিডনি জটিলতার কারণে গত ১৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।

Share this content:

Back to top button