

এবিএনএ: বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে এই অনুশীলন অনুষ্ঠিত হয়।
অনুশীলন পরিদর্শন উপলক্ষে বিমান ঘাঁটিতে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি দেশপ্রেম, শৃঙ্খলা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, অনুশীলনে অংশ নেওয়া সদস্যদের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন প্রফেসর ইউনূস এবং বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।