বিনোদন

বাবাকে নিয়ে গান গাইলেন প্রিয়াঙ্কা চোপড়া (ভিডিওসহ)

এবিএনএ : তিন বছর আগে বাবাকে হারিয়েছেন বলিউড-হলিউড জয়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আদরের মেয়েকে ছেড়ে অশোক চোপড়া পৃথিবী ত্যাগ করেন ২০১৩-র ১০ জুন। সেই যন্ত্রণা এবার গান হয়ে ধরা দিল প্রিয়াঙ্কা চোপড়ার কণ্ঠে।

তবে, শুধুই বাবাকে নিয়ে স্মৃতিচারণা নয়। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া একদা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, খুব তাড়াতাড়িই ছবি প্রযোজনার কাজে হাত দিচ্ছেন নায়িকা। সেই প্রযোজনারই প্রথম ফসল মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’। রাজেশ মাপুসকর পরিচালিত এই ছবিতেই ‘বাবা’ শিরোনামে একটি গান গাইলেন প্রিয়াঙ্কা চোপড়া।

জানা গেছে, ‘ভেন্টিলেটর’ ছবির চিত্রনাট্য গড়ে উঠেছে এক বাবা আর ছেলের সম্পর্ককে কেন্দ্র করে। আর এই গানের ভিডিওয় দেখা যাচ্ছে বাবা আর মেয়ের পারস্পরিক নির্ভরতার সম্পর্ক। বাবা যখন ভেন্টিলেটরে, তখন তার কথা মনে পড়ছে মেয়ের।

ছবির জন্য গানটি লিখেছেন গীতিকার মনোজ যাদব। সুর দিয়েছেন সঙ্গীত পরিচালক রোহণ। গানের কথা মারাঠিতে হলেও ভিডিওর তলায় দেখা যাচ্ছে ইংরেজি সাব-টাইটেল। সেই সাব-টাইটেল কিন্তু কোনো এক বিশেষ চরিত্রের কথা বলছে না। বলছে সবার বাবার কথা। বাবার সঙ্গে ছেলে-মেয়ের সম্পর্ক যেমন বিশ্বজনীন, এই গানটিও তাই!

শুনুন গানটি:

 

 

https://youtu.be/ByikEd9Oa3A

 

 

Share this content:

Related Articles

Back to top button