এ বি এন এ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপরশাখ পাড়ায় উ গাইন্দ্যা (৭০)নামে এক বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে বিহারে তার লাশ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার উপর চাকপাড়া বৌদ্ধ বিহারে এই হত্যাকা- ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন মং শৈ উ। এ সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। সকালে খাবার দিতে গিয়ে জনাচাক নামের স্থানীয় এক ব্যক্তি মং শৈ উ’র লাশ দেখে থানায় খবর দেন।