
এবিএনএ : বন্যা দূর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহবান জানান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। নিজ জেলা বগুড়া ও পাশ্ববর্তী গাইবান্ধা জেলার দূর্গত এলাকার বন্যা কবলিতদের টানা ১৫ দিন ধরে সাহায্য দিয়ে ঢাকায় ফিরে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, এবারের বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাকবলিতদের সরকারিভাবে সারাদেশে ত্রান সাহায্য দেয়া হচ্ছে।
ডঃ সিদ্দিকুর রহমান বলেন, দেশ থেকে প্রবাস থেকে অনেকেই এর আগের বছরগুলোতে ত্রান দিতেন। কিন্তু এবার উল্লেখ করার মতো তেমন কাউকে দেখিনি। তিনি বড়বড় কোম্পানীগুলোকে সাধারন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
Share this content: