এবিএনএ : বলিউডের তারকা অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে শোকাচ্ছান্ন সবাই। চিকিৎসকেরা বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। জনপ্রিয় এই তারকার পরিবার সূত্রে জানা যায়, দুবাইয়ের একটি হোটেলের বাথটবের পানিতে নিথর অবস্থায় পড়ে ছিলেন শ্রীদেবী।দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। সূত্র জানিয়েছে, দুবাইয়ে বিয়ের অনুষ্ঠান শেষে মুম্বাই ফিরে যান বনি কাপুর। কিন্তু স্ত্রীকে অবাক করে দিতে শনিবার সন্ধ্যায় আবারও দুবাই ফেরেন তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শ্রীদেবীকে ঘুম থেকে ডেকে তোলেন এবং ১৫ মিনিটের মতো দুজনে কথাবার্তা বলেন। এ সময় তিনি স্ত্রী রাতের খাবারের জন্য প্রস্তুতি নিতে বলেন।এর পরই ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী প্রস্তুত হতে বাথরুমে যান। কিছু সময় পার হওয়ার পরও শ্রীদেবী বের না হলে বনি কাপুর দরজায় নক করেন। ভেতর থেকে কোনো শব্দ না পেলে তিনি দরজা খুলে দেখেন বাথটাবের পানিতে নিথর শুয়ে আছেন শ্রীদেবী।সূত্র আরও জানায়, স্ত্রীকে ওই অবস্থায় দেখে তাকে জাগানোর চেষ্টা করেন বনি কাপুর। কিন্তু ব্যর্থ হলে তিনি এক বন্ধুকে ডাকেন। পরে রাত ৯টার দিকে পুলিশকে খবরটা জানানো হয়।গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রীদেবীর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। পরিবারের সদস্যরা জানিয়েছে, তার হার্টের কোনো সমস্যাই ছিল না।ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়েতে অংশ নেওয়ার জন্য সম্প্রতি দুবাই যান শ্রীদেবী। তাঁর সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি।চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন শ্রীদেবী। মাত্র চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন তিনি। ১৯৭১ সালে মালায়লাম সিনেমা ‘পুমবাতায়’ অভিনয়ের জন্য তিনি সেরা শিশু অভিনেত্রীর পুরস্কার পান।শ্রীদেবীর বলিউডে অভিষেক ঘটে ১৯৭৮ সালে। চলচ্চিত্রজীবনে তিনি তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে মিস্টার ইন্ডিয়া, চাঁদনি, চালবাজ, তোহফা, গুমরাহ, মাওয়ালি, নাগিনা ও সাদমা অন্যতম। ২০১৩ সালে ভারত সরকার শ্রীদেবীকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।