জাতীয়বাংলাদেশলিড নিউজ

বাণিজ্যমেলার পর্দা নামছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর নির্ধারিত সময়েই শেষ হচ্ছে আজ। ব্যবসায়ীরা দাবি জানালেও এবারের মেলার সময়সীমা বাড়ানো হচ্ছে না। রাজধানীর পূর্বাচলে দ্বিতীয়বারের মতো মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত মেলা মঙ্গলবার রাত ৯টায় পর্দা নামছে।

এদিকে গত সপ্তাহিক ছুটির দুদিন দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। মেলার স্টলগুলোতে বেচাকেনাও হয়েছে বেশ। তবে শেষ সময়ে কিছুটা বিক্রি বাড়লেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা।

মেলায় স্টল নেওয়া একাধিক দোকানদার বলেন, মেলার শুরুর দিকে দর্শনার্থী কিছু কম থাকলেও ক্রেতা ছিল না বললেই চলে। শেষ সময়ে বিক্রি হয়েছে। বিশেষ করে শুক্র ও শনিবার বিক্রি ভালো হয়েছে। কিন্তু যে আশা করে মেলায় এসেছি তার পূরণ হয়নি। মানুষ কেনাকাটা করেনি। মেলার স্টল দিতে যে টাকা খরচ করেছি তাও পুরোপুরি ওঠেনি। এখন ক্রেতা-দর্শনার্থী আসছে সময় বাড়ালে কিছুটা ব্যবসা হতো। তাই মেলা আরও অতিরিক্ত সাত দিন বাড়ানোর  দাবি করেছিলাম।

এবার বাণিজ্যমেলায় আকর্ষণের কেন্দ্র বিন্দু ছিল পরী পালঙ্ক খাট, যা মানুষের মাঝে আলোচনায় ছিল সারা মাস ধরে। এ ছাড়া ২৬ হাজার টাকা দামের সোনার প্রলেপ দেওয়া পাইলট ব্র্যান্ডের কলম, বিখ্যাত রাজা চা। এসব স্টলে মেলার শুরু থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। ১ জানুয়ারি মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share this content:

Related Articles

Back to top button