বাংলাদেশলিড নিউজ

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: মার্চের তুলনায় এপ্রিলে আক্রান্ত ও মৃত্যু দ্বিগুণ

এবিএনএ:  দেশে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা মার্চ মাসের তুলনায় দ্বিগুণ হয়েছে। একইসঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েছে দ্বিগুণ হারে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, এপ্রিলজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হন প্রায় ৩ হাজার ২০০ জন, যেখানে মার্চে এই সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৬০০। মৃত্যুর সংখ্যাও এপ্রিল মাসে পৌঁছেছে ১২ জনে, যা মার্চের চেয়ে দ্বিগুণ।

বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা, অপর্যাপ্ত মশা নিধন কার্যক্রম এবং জনসচেতনতার অভাব এই প্রকোপ বৃদ্ধির পেছনে বড় কারণ। তারা আশঙ্কা করছেন, বর্ষা মৌসুম সামনে রেখে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর সকল স্থানীয় কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে জনসাধারণকে মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার ও গাছে, টব বা ফুলদানিতে পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়েছে।

Share this content:

Back to top button