জাতীয়বাংলাদেশলিড নিউজ

পুলিশের জন্য রাশিয়া থেকে কেনা হচ্ছে দুটি হেলিকপ্টার

এবিএনএ: বাংলাদেশ পুলিশের বহরে যুক্ত হচ্ছে দুটি নতুন হেলিকপ্টার। নতুন হেলিকপ্টার দুটো কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইডে’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রি বাগিনস্কি ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। জননিরাপত্তা বিধান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বেসেডার আলেক্সাঞ্জার মানতায়েস্কি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button