এবিএনএ : গত ১৭ জানুয়ারি বাগেরহাট জেলা সোসাইটির ইউএসএ এর উদ্যোগে নিউইর্য়কে স্মরনকালের জমকাল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুস্ঠান আয়োজন করা হয় জ্যাকসনহাইটস্হ সুসজ্জিত পাটি হল বেলোজিনোতে। সৈয়দ মোস্তফা আলআমিন রাসেল পরিচালনায়, সাধারন সম্পাদক মুরাদ খন্দকারের সঞ্চালনায় অনুস্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেড আর লিঠু চৌধুরি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনেটর জেসিকা রামোস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেম্বলি ওমেন ক্যাটালিনা ক্রজ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোডের সদস্য ও সাবেক সভাপতি মোহাম্মাদ আজিজ, এর্টনী ও ডেমোক্রেটিক লিডার মঈন চৌধুরি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি ডাঃ ওয়াজেদ এ খান, টাইম টেলিভিশন এর সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহম্মদ, সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কাজি আশরাফ নয়ন, এর্টনী এন মজুমদার, নরসিংদী সোসাইটির সভাপতি আহসান হাবিব, রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির প্রধান উপদেস্টা এ বি এম ওসমান গনি,সি সভাপতি মিসবাহউজ্জামান, প্রথম আলো বিশেষ প্রতিনিধি ইশতিয়াক রুপু, মেগা হোম রিয়েলিটির সিইও মঈনুল ইসলাম, সোটাইম মিউজিক এর আলমীর খান আলম, কমিউনিটি একটিভিস্ট আলী ইমাম, শিল্পকলা একাডেমি ইএসএ এর সভাপতি মনিকা দে, মেইনস্ট্রিম লিডার জয় চৌধুরি,হাকিকুল ইসলাম, খোকন শওকত রাচি, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি মোঃ ইসলাম মামুন, রাজশাহী জেলা সোসাইটির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, শেরপুর জেলা সোসাইটির সভাপতি মাসুদ পারভেজ মুক্তা সহ কমিউনিটির বিশিষ্ট জনসহ সকল বাগেরহাটবাসী।
অনুস্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্ণা ইয়াসমিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য আনসার আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক তালুকদার, ভাইস প্রেসিডেন্ট বাবুল হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট মহসীন খান, সংগঠনের অন্যতম সদস্য নাদিম হোসেন প্রমুখ। বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএ এর সাধারণ সম্পাদক মুরাদ খন্দকার সংগঠন এর সকল সদস্য ও সদস্যাদের আগত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন। ফিতা কাটার মাধ্যমে পিঠা উৎসব উদ্ভোদন করা হয় এবং আগত সকল অতিথিদের মাঝে ফ্রি রকমারি পিঠা বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে সাধারন সম্পাদক মুরাদ খন্দকারের সঞ্চালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠান অনুস্ঠিত হয়। সঙ্গীত পরিবেষণ করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট এর ভোকাল বাবু ভাই, নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী রোকসানা র্মীজা, বকুল, মীতা, সেলিম ইব্রাহিম সহ অনেকে। সঙ্গীতানুষ্ঠান এর পাশাপাশি আগত অতিথিদের সুস্বাদু কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয়। গল্প, আড্ডা, সঙ্গীতের মুর্চ্ছনায় পিঠা উৎসব এক প্রানের উৎসবে পরিণত হয়। আগত অতিথিরা বলেন নিউইয়র্কের ইতিহাসে কোন বাংলাদেশী সংগঠন এত সুন্দর উৎসব আর কখনও অায়োজন করতে পারিনি।