লিড নিউজশিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাউশির ৬ নির্দেশনা

এবিএনএ : শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) সংশ্লিষ্ট সবাইকে ছয় দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, সব জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো- ১. স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে সব প্রতিষ্ঠান প্রচারণা কার্যক্রম চালাবে। ২. কর্মস্থলে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। ৩. শারীরিক দূরত্ব নিশ্চিত করে যে কোনো কর্মপরিচালনা করতে হবে। ৪. শিক্ষা প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ৫. প্রয়োজনীয় ক্ষেত্রে করোনা মোকাবিলায় ঊর্ধ্বতন/অধস্তন অফিস, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ৬. সেবা গ্রহণকারীরা বিশেষ প্রয়োজন ছাড়া সরাসরি অফিসে না এসে ডাকযোগে অথবা অনলাইনে কার্য সম্পাদন করবেন।

Share this content:

Related Articles

Back to top button