এবিএনএ : সরস্বতী পূজা উপলক্ষে বাগেরহাটে প্রতিমা বিক্রির হাট বসেছে। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রতিমা বিক্রি। বাগেরহাট শহরের বণিক পট্টি এলাকায় শ্রী শ্রী রাধেশ্যাম মন্দির চত্বরের এই হাটে প্রতিমা কিনতে বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আসছেন। শনিবার বিকেলে হাটে গিয়ে দেখা যায় ছোট-বড় অসংখ্য প্রতিমা নিয়ে বসেছেন বিক্রেতারা। আগামী সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা পালিত হবে।
হাটে কথা হয় ব্যবসায়ী পরিতোষ কুমার পালের সঙ্গে। তিনি বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকা থেকে তৈরিকৃত প্রতিমা বাগেরহাটের বাজারে নিয়ে এসেছেন। ৩০০ প্রতিমার মধ্যে অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে। সর্বোচ্চ সাড়ে চার হাজার ও সর্বনিম্ন ২০০ টাকায় প্রতিমা বিক্রি হচ্ছে। আরেক ব্যবসায়ী মুকুল কুমার পাল বলেন, পাঁচ শতাধিক প্রতিমা নিয়ে এসেছিলেন বাগেরহাটে। তার অধিকাংশ প্রতিমা বিক্রি হয়ে গেছে।
বাগেরহাট সদর উপজেলার বাঘমারা গ্রামের নারায়ণ চন্দ্র বলেন, প্রতি বছর বিভিন্ন হাট থেকে প্রতিমা ক্রয় করে বাড়িতে নিয়ে পূজা অর্চনা করেন। তবে এবার বাগেরহাট শহরের বাজারে এসে দেখছেন- আকর্ষণীয় প্রতিমা তৈরি করেছেন কারিগররা। তিনি মুগ্ধ হয়েছেন এত সুন্দর ও মনোমুগ্ধকর প্রতিমা দেখে। তিনি বাড়িতে পূজা করার জন্য একটি প্রতিমা ক্রয় করেছেন। দাসপাড়া এলাকার পপি চক্রবর্তী বলেন, হাটে এসে প্রতিমা দেখে খুব ভালো লাগছে। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি।
হিন্দু ধর্ম মতে, বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী। বিদ্যার্জন ও সঙ্গীতে পাণ্ডিত্য অর্জনের জন্য শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাক্ষ্মণভোজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও সর্বজনীন পূজামণ্ডপে পূজা অর্চনা করা হয়।