খেলাধুলা

বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধন

এবিএনএ : বাগেরহাটে শুরু হয়েছে ৩য় শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকালে শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
জেলা ক্রীড়া সংস্থার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ক্রীড়া মন্ত্রণালয় বঙ্গবন্ধুর ভাতিজা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নামে এই স্টেডিয়ামের নামকরণ করে। ইতিমধ্যে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ষ্টেডিয়ামটির সম্প্রসারণ, প্রাভেলিয়ন ও উত্তর পাশে গ্যালারী নির্মাণ কাজ শেষ হয়েছে।
উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল ০১-০ গোলে গোপালগঞ্জ আবহাওয়ানী ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিশ্বজিত খেলার প্রথমার্ধে জয়সুচক ওই গোলটি করেন।
এই টুনামেন্টে রাজধানী ঢাকার দুটিসহ বিভিন্ন জেলার ১১টি দল অংশ নিচ্ছে। টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভেকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন-উল- হাসান ও খেলার প্রধান সমন্বয়কারী ফিরোজুল ইসলাম প্রমুখ।
খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে, ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্মৃতি সংসদ, খুলনার শহীদ শেখ কামাল স্মৃতি সংসদসহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদাহ, বরিশাল ও স্বাগতিক বাগেরহাট জেলা দল।
চুড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসাবে এক লাখ ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন খেলার আয়োজকরা। আগামী ৩০ জানুয়ারি এই খেলার চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

Share this content:

Related Articles

Back to top button