বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বাগেরহাটে জাতীয় পার্টির ২ ও এনপিপির ১ প্রার্থীর মনোনয়ন বাতিল

এবিএনএ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মহাজোট, ঐক্যফ্রন্ট ও বিভিন্ন দলসহ ২৯ প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির দুই প্রার্থী ও এনপিপির একজনসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

বাগেরহাট-১ আসন থেকে ঋণখেলাপির দায়ে জাতীয় পার্টির আহমেদ জোবায়ের মনোনয়নপত্র এবং বাগেরহাট-২ আসন থেকে একই দলের প্রার্থী শেখ মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়। এ ছাড়া বাগেরহাট-৪ আসনে মো. আমিনুল ইসলাম খান (এনপিপি) প্রার্থীর মনোনয়নপত্রে একই ধরনের ত্রুটির জন্য বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।

বাগেরহাট জেলার চারটি আসনে যে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে জেলা রিটার্নিং অফিসার ঘোষণা করেছেন, তাদের মধ্যে রয়েছে-বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনে মহাজোট থেকে বঙ্গবন্ধুর ভ্রাতৃস্পুত্র ও বর্তমান এমপি শেখ হেলালউদ্দিন (আওয়ামী লীগ), ঐক্যফ্রন্ট থেকে দুই সাবেক এমপি শেখ মুজিবর রহমান (বিএনপি), ইঞ্জি. মাসুদ রানা (বিএনপি), মো. লিয়াকত আলী শেখ (ইসলামী আন্দোলন) এমডি শামসুল হক (মুসলিম লীগ)।

বাগেরহাট- ২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে মহাজোট থেকে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় (আওয়ামী লীগ), ঐক্যফ্রন্ট থেকে দুজন এমএ সালাম (বিএনপি), ইঞ্জি. এটিএম আকরাম হোসেন তালিম (বিএনপি), সেকেন্দার আলী (সিপিবি), এসএম আজমল হেসেন (স্বতস্ত্র) ও রেজাউর রহমান মন্টু (স্বতস্ত্র) মো. আব্দুল আওয়াল (ইসলামী আন্দোলন), খান আরিফুর রহমান (জাকের পার্টি)।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের মহাজোট থেকে বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদার (আওয়ামী লীগ), ঐক্যফ্রন্ট থেকে ড. শেখ ফরিদুল ইসলাম (বিএনপি), হাফেজ মাওলানা শাহজালাল সিরাজী, (ইসলামী আন্দোলন), মো. রেজাউল শেখ (জাকের পার্টি), মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ জেলা জামায়াতের নায়েবে আমির (বিএনপি), মো. সেকেন্দার আলী মনি (জাতীয় পার্টি)।

বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে মহাজোট থেকে ডা. মোজাম্মেল হোসেন (আওয়ামী লীগ), ঐক্যফ্রন্ট থেকে দুজন কাজী খায়রুজ্জামান শিপন (বিএনপি), অধ্যক্ষ আব্দুল আলীম বাগেরহাট জেলা জামায়াতের নেতা (বিএনপি), সোমনাথ দে (জাপা), মাওলানা আব্দুল মজিদ (ইসলামী আন্দোলন), শরীফুজ্জামান তালুকদার (সিপিবি), মো. রিয়াদুল ইসলাম আফজাল(বিএনএফ)।

Share this content:

Related Articles

Back to top button