,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

বাংলা হরফে সাড়া দিতে ‘বাংলা নলেজ গ্রাফ’ আনল গুগ্‌ল

এবিএনএ : সারা বিশ্বে কুড়ি কোটি বাংলা ভাষীকে নজরে রেখে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগ্‌ল গতকাল বুধবার বাজারে নিয়ে এল ‘বাংলা নলেজ গ্রাফ’। সংস্থার দাবি, এ বার বাংলা হরফে শব্দ লিখলেই গুগ্‌ল খুঁজে এনে দেবে সেই শব্দের সঙ্গে যুক্ত যাবতীয় তথ্য। অর্থাৎ উইকিপিডিয়া এখন বাংলা হরফেও সাড়া দেবে। সঙ্গে থাকবে বানান ঠিক করে দেওয়া বা ‘স্পেল চেক’-এর মতো পরিষেবা।

নেট দুনিয়ায় ৮৯৪৬ কোটি ডলার ব্যবসা করা সংস্থা গুগ্‌ল প্রথমে ছিল বিশেষ্য-পদ। এখন তা অধিকাংশ সময়েই ক্রিয়া-পদ হিসেবে ব্যবহৃত। ইন্টারনেট ব্যবহারের ব্যাকরণ বদলে দেওয়া ‘গুগ্‌ল’ এখন ‘খোঁজ’-এর সমার্থক শব্দ হয়ে উঠেছে।

৪১টি ভাষায় পাওয়া যায় ‘নলেজ গ্রাফ’। বিশ্ব জুড়ে ১০০ কোটিরও বেশি বিষয় গুগ্‌লের তথ্যভাণ্ডারে রয়েছে। সঙ্গে রয়েছে সে সম্পর্কে ৭০০০ কোটি তথ্য। এ বার সেই তথ্য বাংলা হরফেও চলে আসবে হাতের নাগালে।

এই প্রযুক্তিকে স্বাগত জানিয়ে ভাষাবিদ পবিত্র সরকারের দাবি, এর ফলে নতুন প্রজন্মের কাছে বাংলার কদর বাড়বে। তিনি বলেন, ‘‘চোখের সামনে যত বেশি বাংলা শব্দ দেখবে ছোটরা, তত এই ভাষার প্রতি আকৃষ্ট হবে তারা।’’

গুগ্‌লের বাণিজ্যিক কৌশলে এর আগেও আঞ্চলিক ভাষা গুরুত্ব পেয়েছে। গত দশ বছর ধরে ভিডিও পরিষেবার বাজারে রাজত্ব করেছে ইউ টিউব। এ বার সেই বাজারে ভিড় জমতে শুরু করেছে। ভাগ বসাতে চাইছে নেটফ্লিক্স, অ্যামাজন, ফেসবুক। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ইউ টিউব-এর বাজি আঞ্চলিক বাজার। আর, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলা ভাষা।

সংস্থার দাবি, শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বাংলা ভাষায় বিনোদনের দর্শক। বাংলাদেশ-সহ বিদেশের বিভিন্ন কোণে এর চাহিদা ক্রমশ বাড়ছে।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor : Khondoker Niaz Ikbal
Executive Editor : Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited