জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা’

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যুকে আমি ভয় করি না। সপরিবারে জাতির জনককে হারানোর পর মৃত্যু আমাকে বহুবার তাড়া দিয়েছে।

আমি মনে করি মৃত্যু একটি স্বাভাবিক নিয়তি।বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা যুদ্ধাপরাধ করেছে এবং যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এদেশে প্রতিষ্ঠিত করেছে তারা সমান অপরাধী। সুতরাং তাদেরও বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবার নয়। এ বিচার চলতে থাকবে। যেমন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার আজও চলছে।

শহীদের রক্ত বৃথা যায় না এমন বক্তব্যের যুক্তি তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, শহীদদের পথ ছিল সত্য ও সুন্দরের। সত্য ও সুন্দরের পথকে কেউ সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারে কিন্তু চিরতরে রুখে দিতে পারে না। আমরা সে পথেই আছি। সুতরাং যতো বাধা-বিপত্তি আসুক জয় আমাদের নিশ্চিত।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে যাব। অচিরেই বাংলাদেশ সে অবস্থানে যাবে।

মৃত্যু তাকে বারবার হানা দিয়েছে এমন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মৃত্যুকে আমি ভয় করি না। সপরিবারে জাতির জনককে হারানোর পর মৃত্যু আমাকে বহুবার তাড়া দিয়েছে। আমি মনে করি মৃত্যু একটি স্বাভাবিক নিয়তি। কেউ তাকে অস্বীকার করতে পারে না। সুতরাং মৃত্যু ভয় দেখিয়ে কেউ কিছু করতে পারবে না। এ শক্তি এদেশের জনগণ ও আওয়ামী লীগ থেকে পাই। ওরাই আমাকে বাঁচিয়ে রাখবে।

Share this content:

Back to top button