এ বি এন এ : বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা বাড়িয়েছে অস্ট্রেলিয়া। রাজধানী ঢাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ান কর্মীদের চলাফেরায় এ সতর্কতা আরোপ করা হয়। আজ সোমবার জারি করা নতুন সতর্কতায় অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের বলেছে, এই মুহূর্তে বাংলাদেশ সফর করা ঠিক হবে কি না, তা যেন তারা আবারও ভেবে দেখেন। সতর্ক বার্তায় আরও বলা হয়, জঙ্গিরা যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের ওপর আরও হামলা করার পরিকল্পনায় আছে, সে বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।