জাতীয়বাংলাদেশলিড নিউজ

বাংলাদেশ-ভারত ৬ সমঝোতা স্মারক সই

এবিএনএ : বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর আগে একই স্থানে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায়।
এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। প্রসঙ্গত, গতকাল রোববার বিকেল ৪টা ২০মিনিটে প্রথমবারের মতো বাংলাদেশে পরিচিতমূলক সফরে আসেন ভারতের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখলে। বাংলাদেশেরপররাষ্ট্র সচিব শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগতম জানান।

Share this content:

Related Articles

Back to top button