খেলাধুলালিড নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়

এবিএনএ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ২২ টি ম্যাচ শেষ। একই সাথে শেষ হয়েছে সিলেট পর্ব। সোমবার (২১ জানুয়ারি) থেকে বিপিএল আবারও ফিরছে ঢাকায়। এর আগে দেখে নেয়া যাক পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান। গত আসরের রানার্সআপ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচে ৫ জয় ও ১ টি হার নিয়ে তাদের পয়েন্ট ১০। অন্য দিকে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে নিচে। আসরে এই পর্যন্ত ৭ টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে ৬টি হার ও একটি জয় নিয়ে তাদের সংগ্রহ ২ পয়েন্ট।

পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়:

১. ঢাকা ডায়নামাইটস- ৬ ম্যাচ, ৫ জয় ও ১ পরাজয়- ১০ পয়েন্ট +১.৯৪২ নেট রানরেট

২. চিটাগং ভাইকিংস- ৫ ম্যাচ, ৪ জয় ও ১ পরাজয়- ৮ পয়েন্ট +০.৩৫৬ নেট রানরেট

৩. কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ৬ ম্যাচ, ৪ জয় ও ২ পরাজয়- ৮ পয়েন্ট +০.২২৬ নেট রানরেট

৪. রংপুর রাইডার্স- ৭ ম্যাচ, ৩ জয় ও ৪ পরাজয়- ৬ পয়েন্ট +০.২৪৬ নেট রানরেট

৫. রাজশাহী কিংস- ৬ ম্যাচ, ৩ জয় ও ৩ পরাজয়- ৬ পয়েন্ট -০.৭৫০ নেট রানরেট

৬. সিলেট সিক্সার্স- ৭ ম্যাচ, ২ জয় ও ৫ পরাজয়- ৪ পয়েন্ট -০.৮০৯ নেট রানরেট

৭. খুলনা টাইটান্স- ৭ ম্যাচ, ১ জয় ও ৬ পরাজয়- ২ পয়েন্ট -০.৯৪৫ নেট রানরেট

Share this content:

Related Articles

Back to top button