এ বি এন এ : আগামী অস্কার চলচ্চিত্র উত্সবে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশ নিতে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশের অস্কার কমিটির চেয়ারম্যান চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান।
তিনি বলেন, অস্কার চলচ্চিত্র উত্সবের নীতিমালা পরিপূর্ণভাবে অনুসরণ করায় ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের জন্য এবার লড়াই করেছে চারটি ছবি। তৌকিরের ‘অজ্ঞাতনামা’র পাশাপাশি জমা পড়েছিল ইমপ্রেসের আরও দুটি চলচ্চিত্র মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ও সুমন ধরের ‘দর্পন বিসর্জন’ এবং খনা টকিজের ব্যানারে নির্মিত রুবাইয়াত্ হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।
এবার অস্কার কমিটিতে চলচ্চিত্র বাছাই কমিটির হাবিবুর রহমান ছাড়াও ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি অধ্যাপক আবদুস সালাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাঈফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, চলচ্চিত্র সিনেমাটোগ্রাফি সমিতির সভাপতি রেজা লতিফ, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, চলচ্চিত্রকার শামীম আখতার, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী।