এবিএনএ : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংএর বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে ১৩টি বাণিজ্য চুক্তি হয়েছে যার মোট অর্থমূল্য এক হাজার ৩৬০ কোটি ডলার। এর মধ্যে দুটি চুক্তি য়েছে হচ্ছে সরকারি খাতে। বাকিগুলো বেসরকারি পর্যায়ে।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চায়না বিজনেস ফোরামে এসব চুক্তি সই হয়। এর আয়োজন করে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং চীনের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিসিপিআইটি।
দুই পক্ষের মধ্যে এই চুক্তির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে ব্যবসায়ীদের এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, ‘আজ আমাদের জন্য ঐতিহাসিক দিন। এত বিশাল অংকের আর্থিকচুক্তি আমাদের কখনো হয়নি।’
চীনের সঙ্গে এই চুক্তির ফলে বাংলাদেশে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদী এফবিসিসিআই নেতা। এই ব্যবসায়ী বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ যে তর তর করে এগিয়ে যাচ্ছে এটি তারই প্রমাণ। বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের ঢল দেখে অন্যান্য দেশের ব্যবসায়ীরাও আমাদের দেশে ছুটে আসবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহেমদ, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ প্রমুখ।
বিস্তারিত আসছে…