
এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে- রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামে মরহুমের কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কবর জিয়ারত, মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণসভা। পরিবারের পক্ষ থেকে ওয়াজেদ মিয়ার স্মৃতিবিজড়িত রাজধানীর ধানমণ্ডির সুধা সদনের বাসায় দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপমহাদেশের খ্যাতনামা বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্ম ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ থানার ফতেহপুর গ্রামে। মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি হিসেবে আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন প্রয়াত ওয়াজেদ মিয়া। এ কারণে ১৯৬২ সালে গ্রেফতার হন। তবে চাকরি শুরুর পর থেকে আমৃত্যু রাজনীতির বাইরেই ছিলেন তিনি। ওয়াজেদ মিয়া ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় এ দম্পতি জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় এবং সায়মা হোসেন পুতুল এ দম্পতির দুই সন্তান। প্রয়াত এ পরমাণু বিজ্ঞানী ছিলেন আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান। এছাড়া আণবিক শক্তি বিজ্ঞানী সংঘ, পদার্থবিজ্ঞান সমিতি, বিজ্ঞান উন্নয়ন সমিতি, বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতি, রংপুর জেলা সমিতি, বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ এবং জাতীয় সমন্বি^ত উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ স্যার জগদীশ চন্দ্র বসু সোসাইটি তাকে ‘স্যার জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক’-এ ভূষিত করে।
Share this content: