
এবিএনএ: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মইকেল আর. পম্পেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরো শক্তিশালি এবং টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে নিজের দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এই প্রত্যাশার কথা জানান তিনি।
রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণের মহত্ত্বের প্রশংসাও করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রোহিঙ্গাদেরকে নিজ ভুমিতে ফিরে যেতে সহায়তার ব্যাপারে বাংলাদেশের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের অসাধারণ কুটনৈতিক দক্ষতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং অভিজ্ঞতারও প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
Share this content: