এ বি এন এ : পাঁচটি ম্যাচ। ২৬টি গোল। প্রতিপক্ষকে নিয়ে যেন পুতুল খেলার উৎসবে মাতে ‘বঙ্গমেয়েরা’। যারা সামনে পড়েছে, তারাই নাজেহাল হয়েছে। সর্বশেষ আমিরাতের জালে ৪ গোল। ফল? বালাদেশ গ্রুপ ‘সি’ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে।
আমিরাত আগের দুটিতে হেরে, একটি ড্র ও একটি জয় নিয়ে চার পয়েন্ট অর্জন করে। অন্যদিকে ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু করে গোলাম রাব্বানি ছোটনের মেয়েরা। এরপর সিঙ্গাপুরকে ৫-০ ও কিরগিজস্তানকে ১০-০ গোলে হারানোর পর, তাইপের বিপক্ষে ৪-২ গোলের দাপুটে জয় পায় তারা।
মঙ্গলবারের ম্যাচের পর পাঁচ ম্যাচে শতভাগ জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ালো ১৫। ২০১৭ সালে মূলপর্ব অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় অধিনায়ক কৃষ্ণার গোলে লিড নেয় বাংলাদেশ। মার্জিয়ার কর্নার থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন তিনি। প্রথমার্ধ এই এক গোল নিয়ে শেষ করে মেয়েরা।
দ্বিতীয়ার্ধের ছয় মিনিট হতে না হতে ওই কৃষ্ণা নিজের দ্বিতীয় গোল করেন। সানজিদার কর্নার ধরে ডান পায়ের শটে গোল করেন তিনি।
৬১তম মিনিটে ফরওয়ার্ড অনুচিং মগিনি ঠাণ্ডা মাথার চোখজুড়ানো হেডে তৃতীয় গোল করেন। মারিয়ার থ্র ঠিকমতো চোখে রেখে বল জালে পাঠান মগিনি।
নির্ধারিত সময়ের চার মিনিট আগে মনিকা চাকমার মাপা ক্রস থেকে চতুর্থ গোল করেন বদলি ফরওয়ার্ড তহুরা খাতুন।