বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘বাংলাদেশের মানুষের অর্জন ত্যাগের মাধ্যমে হয়েছে’

এবিএনএ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনও ভাবিনি আওয়ামী লীগের মতো এত বড় দলের সভাপতি হবো। আমাকে দায়িত্ব দেয়া হয়েছিল। আমি অবশ্য তা চাইও নি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের অর্জন ত্যাগের মাধ্যমে হয়েছে। ৭৫ এর ১৫ আগস্ট জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আজ শনিবার বিকাল পৌনে ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের চলার পথ থমকে গেল। জাতির পিতা যে উন্নয়নের সূচনা করেছিলেন তা থেমে গেল। হত্যা ক্যু ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা চলে গেল সেনা ক্যাম্পে। তারা কুর্দি খুলে লেবাস পাল্টিয়ে নেতা বনে গেছে। ১৯ টা ক্যু হয়েছে এই দেশে।

Share this content:

Related Articles

Back to top button