এ বি এন এ : মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের পুলিশ অন্য দেশের তুলনায় ধৈর্য, কঠোর পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে সন্ত্রাস মোকাবিলা করছে। শনিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে গিয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, আমি জানি যে বাংলাদেশের ইতিহাস ও অর্থনীতিতে নারায়ণগঞ্জের ভূমিকা আছে। নারায়ণগঞ্জের মানুষ জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে কতটুকু ভূমিকা রাখছে, মেয়র এ বিষয়ে জনগণকে কিভাবে বোঝাচ্ছে, উন্নয়ন কিভাবে করছে সেটা দেখতেই সৌজন্য সাক্ষাতে আসা।
সকাল ৯ টায় সিটি কর্পোরেশনের নগর ভবনে আসেন রাষ্ট্রদূত। পরে মেয়রের সঙ্গে প্রায় সোয়া ১ ঘণ্টা আলোচনা করেন। এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাজী ওবায়েদউল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গেও রাষ্ট্রদূত ইতোমধ্যে বৈঠক করেছেন। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ এসেছিলেন তিনি। এটা মূলত সৌজন্য সাক্ষাৎ।
এদিকে, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ শেষে সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেটে পরিদর্শনে যায়। ওই স্থানে শিল্পকারখানার মালিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।