অর্থ বাণিজ্যবাংলাদেশলিড নিউজ

বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য এখন সারা বিশ্বে প্রশংসিত : তোফায়েল

এবিএনএ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য এখন সারা বিশ্বে প্রশংসিত। গত আট বছর ধরে টানা ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করায় সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করে।
আজ রবিবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এক সময় যারা বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত আজ তাঁরাই বাংলাদেশের অগ্রগতি নিয়ে বিস্ময় প্রকাশ করছেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ২৩ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮৮টি দল অংশ নিচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button