আমেরিকালিড নিউজ

বাংলাদেশি–আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টারের পরিচিতি সভা অনুষ্ঠিত

এবিএনএ: গত ৩ সেপ্টেম্বর,২০১৯, মংগলবার রাত আটটায় নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি–আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টারের উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।’মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক এই পরিচিতি সভা আটলান্টিক সিটির ২০৩, নর্থ সভরেন এভিনিউতে অবস্থিত ‘ফোনিক্স হল’এ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজারসি রাজ্যের সিনেটর ক্রিস এ ব্রাউন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক কাউন্টির নির্বাহী ডেনিস লেভিনসন।আগামী পাঁচ নভেম্বর,মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে রিপাবলিকান দলীয় এসেম্বলীম্যান প্রারথী ফিল গুয়েনথা,জন রিসলি জুনিয়র, আটলান্টিক কাউনটির নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেনিস লেভিনসন, ফ্রি হোল্ডার প্রার্থী এমি এল গেটো, সুমন মজুমদার,কাউন্সিলর প্রার্থী শ্যারন জাফিয়া,জেসি কাটয প্রমুখ অতিথি হিসাবে সভায় উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি ফারুক তালুকদার সভায় সভাপতিত্ব করবেন এবং সভা সঞ্চালনা করবেন সংগঠনের সাধারন সম্পাদক শেখ শিমুল ও সুমন মজুমদার।সভায় বক্তব্য রাখেন রেজাউল ইসলাম খালিদ, আকবর হোসেন,রওশনউদদীন প্রমুখ।
সভায় বক্তারা আগামী পাঁচ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান। একমাএ বাংলাদেশি আমেরিকান ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদারকে জয়যুক্ত করার জন্য বক্তারা সবাই উদাত্ত আহবান জানান। সভায় বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ক্লাব নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সভায় যোগ দেন। বাংলাদেশি–আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টারের সভাপতি ফারুক তালুকদার ও সাধারন সম্পাদক শেখ শিমুল প্রবাসী বাংলাদেশিদের উক্ত সভায় যোগদান করে অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share this content:

Back to top button