এবিএনএ: ফাইনালের আগে শক্তি পরীক্ষার ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য বেঁধে দিল আফগানিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সাত উইকেটে ১৩৮ রান করে তারা। শনিবার সন্ধ্যায় শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই যেন উড়ছিল আফগানিস্তান। ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে আফগানরা সংগ্রহ করে ৭৫ রান। তবে দশম ওভারে দুর্দান্ত প্রত্যাবর্তন। কোনো রান না দিয়ে আফিফ তোলে নেন হজরতুল্লাহ জাজাই ও আসগর আফগানের উইকেট।
পরের ওভারে মুস্তাফিজ ফেরান আরেক ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে। সেই ধারায় মোহাম্মদ নবীকে ফেরান সাকিব। আর গুলবাদিন নাইব পড়েন রান আউটের ফাঁদে। এরপর সাইফ উদ্দিন ও শফিউল একটি করে উইকেট নেন। আফগান ব্যাটসম্যানদের মধ্যে জাজাই ৩৫ বল থেকে ৪৭, রহমতউল্লাহ ২৭ বল থেকে ২৯ এবং শফিকুল্লাহ ১৭ বলে ২৩ রান করেন। এর আগে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
এই ম্যাচে চোটের জন্য ছিটকে গেছেন তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম। তার জায়গায় দলে ফিরেছেন সাব্বির রহমান। দু’দলই ইতোমধ্যে সিরিজে ফাইনাল নিশ্চিত করেছে। অপরদিকে বিদায় হয়ে গেছে অপর দল জিম্বাবুয়ের। বাংলাদেশ: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, সাব্বির রহমান।
Share this content: