এবিএনএ: বলিউডে #মিটু আন্দোলনের জেরে নানা পাটেকর, অলোক নাথ, সাজিদ খান, সুভাস কাপুর, বিকাশ বোহেল, সুভাষ ঘাই, আনু মালিক ও রজত কাপুরের মতো তারকাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন অভিনেত্রীরা। কোন অভিনেত্রী আবার তাদের পক্ষ হয়ে কথা বলছেন, আবার কেউ তাদের মুখোশ উন্মোচন করছেন। অভিনেত্রীরা তাদের কর্মক্ষেত্রে ঘটে যাওয়া যৌন হয়রানির কথা যখন গণমাধ্যমে প্রকাশ করছেন ঠিক তখনই ওই অভিযোগকারীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন ‘কাল হো নাহো’ খ্যাত তারকা প্রীতি জিনতা। ডেকান ক্রনিকেল জানায়, ‘দিল সে’, ‘সোলডার’, -এর মতো সুপারহিট ছবির এ নায়িকা সম্প্রতি এক বিশদ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘যখন আপনি কোন মানুষকে কটাক্ষ করবেন, পরবর্তীতে আপনিও এর ফল পাবেন। যদি আমি এই অনাকিঙ্খত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি, তবে কোন মানুষই আমার ক্ষতি করার চেষ্টা করবে না।’
কিন্তু আমি যখন কাজের জায়গায় পেশাদারিত্ব দেখাতে পারি, তাহলে কেউ আমার সঙ্গে বাজে আচরণ করার সাহস পাবে না বলে মন্তব্য করেন এই বলি অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে জোর গলায় প্র্রীতি আরও বলেন, ‘বলিউডে কাজের ক্ষেত্রে আমার কোন অসুবিধে হয় না, বরং আমি এখানে নিরাপদবোধ করি।’ এছাড়া প্রীতি বলেন, ‘নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাদের প্রতি সন্মানহানি হয় এমন কাজও অনেকটাই কমে এসেছে বলে মন্তব্য করেন তিনি।’