বলিউড অভিনেতাদের অর্ধনগ্ন দেখার ইচ্ছা সানিয়া মির্জার!

এবিএনএ : ‘বলিউডের কোন অভিনেতার শার্টলেস থাকা উচিত?’ এই প্রশ্নের জবাবে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা দুষ্টু হেসে বলেন, কারও শার্ট পরা উচিত নয়। প্রত্যেকেরই উচিত শার্ট খুলে রাখা।
এই কথা বলেই হেসে গড়িয়ে পড়েন সানিয়া মির্জা। সম্প্রতি করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর পঞ্চম সিজন রীতিমতো মাতিয়ে দিয়ে গেলেন তিনি। আর টেনিস তারকাকে যোগ্য সঙ্গ দিলেন পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খান। শো-য়ে ফারহা সরব হয়েছেন অভিনেতা রণবীর সিং এবং রণবীর কাপুরের যৌনজীবন নিয়ে।
ফারহাকে করণের প্রশ্ন, যদি আপনার কোনো বান্ধবী রণবীর সিংয়ের সঙ্গে ডেটে যান, তবে তাকে কী পরামর্শ দেবেন?
ফারহার উত্তর, বলব বড় এক বাক্স কনডম নিয়ে যেতে।
করণের আবার প্রশ্ন, ‘ব্যক্তিটি যদি রণবীর কাপুর হন?’ এর উত্তরে ফারহার উত্তর শুনলে লজ্জা পেতে হবে আপনাকে।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর ফারহা এবং সানিয়ার এপিসোডের যে টিজার মুক্তি পেয়েছে, তাতেই এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে ফারহা এবং সানিয়াকে। টিজারেই রীতিমতো ঝড় তুলেছেন তারা।
Share this content: