এবিএনএ: অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, বলিউডে পা রাখতে যাচ্ছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি। কিন্তু তা গুঞ্জনের বেড়াজালেই বন্দি ছিল। এবার সব আলোচনা থামিয়ে দিয়ে বলিউড যাত্রা শুরু করলেন আলিজে। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই নবাগত।
পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র রূপায়নকারীর সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন আলিজে। এটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাডি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে এটি। নাম ঠিক না হওয়া এ সিনেমার মুখপাত্র আলিজের অভিষেকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমটিকে জানান, অফবিট ঘরানার চিত্রনাট্য দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করেছেন আলিজে।
বলিউডে পা রাখার জন্য অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করছেন আলিজে। প্রয়াত কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানের কাছে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সালমান খানের বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে। সালমানের পারিবারিক অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা যায় তাকে।