বিনোদন

বলিউডে মেধা দিয়ে কাজ জোটে না : দিয়া মির্জা

এ বি এন এ : ‘র‌্যাহেনা হে তেরে দিলমে’ ছবির মাধ্যমে ২০০১ সারে বলিউডে অভিষেক ঘটে লাস্যময়ী দিয়া মির্জার। তবে অভিজ্ঞতা নিশ্চয়ই ভালো ছিল না তার। কারণ বললেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেধা কোনো মূল্য নেই। সম্প্রতি একটি চ্যাট শো-এ এই প্রিন্সেস লুক জানান, বলিউডে মেধার কোনো দাম নেই। প্রোফাইলের কারণে এখানে কাজ মেলে। আপনার ওপর যে রিপোর্ট প্রদান করা হবে তার ওপর হিট বা ফ্লপ নির্ভর করে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন এটা মূলমন্ত্র, তখন কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী তার আসছে ‘সালাম মুম্বাই’ নামের ইন্দো-ইরানি সিনেমা নিয়ে কথা বলেন। সম্প্রতি ইরানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার আনাগোনা ঘটছে। জানান, সেখানকার মানুষ তাকে উষ্ণতার সঙ্গে অভ্যর্থনা জানিয়েছেন।

Share this content:

Back to top button