এবিএনএ : টলিউডের পরিচিত মুখ দর্শনা বণিক এবারে বলিউডে পা রাখতে চলেছেন। তিনি অভিনয় করবেন হিন্দি ছবিতে। মালায়লাম সুপার ন্যাচারাল থ্রিলার ‘এজরা’র হিন্দি রিমেক তৈরি করছেন পরিচালক জয়কৃষ্ণ। মুখ্য ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। এই ছবির অন্যতম চরিত্রে অভিনয় করছেন দর্শনা।
ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন মানব কউল, ইমাদ শাহ ও নিকিতা। দর্শনা বণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন ভক্তদের। তিনি বলেন, প্রথমে আমার ছবি দেখে পরিচালকের পছন্দ হয়। পরে মুম্বাইতে অডিশন হয়।
শুধু তাই নয়, তিনবার লুক টেস্ট দিতে হয়েছে আমার। এর পরেই আমাকে জানানো হয়, আমি এ ছবিটির জন্য নির্বাচিত হয়েছি। যখন জানতে পারি ছবিতে আমার সঙ্গে ইমরান হাশমি ও ইমাদ শাহ রয়েছে, বিশ্বাস করতে পারছিলাম না।