বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বরিশালে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

এবিএনএ : বরিশালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতাকর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।  এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল কবির ও মাহবুবুর রহমান পিন্টু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ অন্তত ১৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মীর জাহিদুল কবির এবং মাহবুবুর রহমান পিন্টু ও মামুন রেজাসহ পাঁচজনকে আটক করেছে।
এ বিষয়ে সদর থানার ওসির সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Share this content:

Related Articles

Back to top button