খেলাধুলা

বরিশালের ছেলেতে ছুটছে বরিশাল

এবিএনএ : শাহরিয়ার নাফীস, জন্ম ঢাকায় হলেও নিজেকে ‘বরিশালের ছেলে’ পরিচয় দিতে ভালোবাসেন। শেকড়টা যে সেখানেই। সেই শাহরিয়ারে ভর করে বরিশাল বুলস ছুটছে ভালোমতোই। এবারের বিপিএলে চার ম্যাচে তৃতীয় ফিফটি তুলে নিলেন শাহরিয়ার। আজ চিটাগং ভাইকিংসকে হারিয়ে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিল বরিশালও।

তামিম ইকবালের ৭৫, জহুরুল ইসলামের ৩৬ ও এনামুলের অপরাজিত ২৭ রানের সুবাদে ৩ উইকেটে ১৬৩ রান তুলেছিল চিটাগং। মাত্র ৭ রানের মধ্যে জশুয়া কবকে হারালেও দ্বিতীয় উইকেটে শাহরিয়ার ও ডেভিড ম্যালানের ১৫০ রানের জুটি সহজ জয়ের পথ এঁকে দেয় বরিশালের সামনে। সেই পথ ধরে শেষ ওভারে ৭ রানের সমীকরণটাও মিলিয়ে দেন বরিশা​ল অধিনায়ক মুশফিকুর রহিম (১০*)। ম্যালান অপরাজিত ছিলেন ৭৮ রানে। ২ বল আর ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় বরিশাল।
৪৮ বলে ৩টি চার ও ৭ ছক্কায় খেলা ম্যালানের ইনিংসটার কারণে কিছুটা আড়ালে চলে গেছেন। না হলে শাহরিয়ার কিন্তু বিপিএলের শুরু থেকেই বরিশালকে পথ দেখাচ্ছেন। দলের অন্য কেউ বেশি আলো ছড়াচ্ছেন বলেই হয়তো সেভাবে আলোচনায় আসছেন না। বিপিএলের প্রথম ম্যাচেও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে করেছিলেন ৫৫। পরের ম্যাচে অপরাজিত ১। গত ম্যাচে রাজশাহীর বিপক্ষে করলেন ৬৩।
চার ম্যাচ শেষে ১৮৪ রান নিয়ে এবারের আসরে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে উঠে গেলেন শাহরিয়ার। ৬ পয়েন্ট নিয়ে বরিশালও উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।

Share this content:

Related Articles

Back to top button