বরখাস্তকৃত ন্যানগ্যাগওয়াই হচ্ছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

এবিএনএ : সাবেক বরখাস্তকৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন ন্যানগ্যাগওয়াই জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নিচ্ছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশ’র (জেডবিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যানগ্যাগওয়া বুধবার আরো পরের দিকে রাজধানী হারারেতে পৌঁছাবেন। মুগাবের সাবেক মিত্র ৭৫ বছর বয়সী ন্যানগ্যাগওয়া গত ৬ নভেম্বর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশে ছিলেন না।
ক্ষমতাচ্যুত হওয়ার পর পরই সাবেক এ ভাইস প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে যান। পরে দাবি করেন মুগাবে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট মুগাবের স্ত্রী গ্রেস মুগাবে বলেছেন, ন্যানগ্যাগওয়ার ইন্ধনে সেনা অভ্যুত্থান ঘটেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে কাপুরুষ বলে মন্তব্য করেছিলেন গ্রেস।
ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতা আন্দোলনের অন্যতম গেরিলা যোদ্ধা মুগাবের মতোই ন্যানগ্যাগওয়াকে অভিজ্ঞ নেতা হিসেবে মনে করা হয়। সেনাবাহিনী তাকেই মুগাবের বিকল্প হিসেবে প্রেসিডেন্ট পদের যোগ্য হিসেবে বিবেচনা করছে। ৯৩ বছর বয়সী মুগাবে আফ্রিকার প্রবীণ নেতাদের একজন। দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই মুগাবের মন্ত্রিসভার সদস্য ও ২০১৪ সাল থেকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ন্যানগ্যাগওয়া।
Share this content: