
এবিএনএ : সরকারের চার বছর মেয়াদের শেষ সময়ে এসে রদবদল আসছে মন্ত্রিসভায়। এরই মধ্যে বঙ্গভবনে সম্পন্ন হয়েছে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। সম্ভাব্য মন্ত্রীরা ও প্রতিমন্ত্রীরা ইতোমধ্যে বঙ্গভবনে এসেছেন। কিছুক্ষণ পর বঙ্গভবনে হবে শপথ অনুষ্ঠান।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুর পর গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে পদটি শূন্য রয়েছে। সেই পদে স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমান প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। লক্ষীপুর এক আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল এবং তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বারও মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন। এছাড়া, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
Share this content: