জাতীয়বাংলাদেশলিড নিউজ

মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে তিন খণ্ড হলো বাংলাদেশি বিমান

এবিএনএঃ মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া ও মিয়ানমার টাইমসের।

মিয়ানমার টাইমস জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ-বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ফ্লাইটের পাইলটসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share this content:

Back to top button