আন্তর্জাতিকলিড নিউজ

প্রকাশ্যে কেন নারী কর্মীকে চুমু খেলেন প্রেসিডেন্ট?

এবিএনএ : বিদেশে কর্মরত এক ফিলিপিনো নারীর ঠোটে চুমু খেয়ে বেশ বিপাকে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে এমন কাণ্ড করেন তিনি। এর পর থেকে তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে দেখা যায়, প্রবাসী কর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ দুই নারীকে মঞ্চে ডেকে নেন দুতের্তে। তবে এতেই ক্ষান্ত হননি তিনি। তাদের একজনকে তার ঠোটে ঠোট লাগিয়ে চুমু খাওয়ার জন্য প্রচেষ্টা চালান তিনি। অবশেষে ওই নারীকে প্ররোচিত করতে সফল হন দুর্তেতে। দৃশ্যটি উপস্থিত ফিলিপিনো কর্মীদের ব্যাপক হাস্যরসের খোরাক জোগালেও সেটিকে স্বাভাবিক চোখে দেখছেন না ফিলিপাইনের অধিকার কর্মীরা। দেশটির মানবাধিকার বিষয়ক সংগঠন গার্বিয়েলা এটিকে ‘প্রেসিডেন্টের বিকৃত রুচির কুশলী মঞ্চায়ন’ হিসেবে অভিহিত করেছেন। তারা আরো বলছেন, নারীদের সঙ্গে এই প্রথম এমন আচরণ করেননি দুতের্তে।

Share this content:

Back to top button