
এবিএনএঃ বগুড়া-৬ আসনে প্রার্থী হতে বাংলাদেশে গেলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। গত ১৩মে নিউইয়র্কের জেএফকে বিমান বন্দর থেকে মঙ্গলবার রাত ১১টায এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন সঙ্গে সহধর্মিনী মিসেস শাহানারা রহমান বাংলাদেশ সময বুধবার সকালে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন।তিনি দেশে যাত্রার প্রাক্কালে সকল প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন পাশাপাশি সহযোগিতা কামনা করেছেন।ড সিদ্দিকুর রহমান অবতরনের পর বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করে পরদিন বগুড়া যাবেন।দলীয় মনোনায়ন পেলে বগুড়া সদরে আওয়ামীলীগের প্রার্থী হবেন। তিনি উচ্চ শিক্ষিত সজ্জন প্রবাসী আওয়ামীলীগ নেতা হিসেবে বগুড়ার মানুষের কাছে পরিচিত। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছেও তার সুনাম রয়েছে। কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা নিউইয়র্কে তার আতিথেয়তা নেননি এমন কেউ নেই।
বগুড়া-৬ আসনে প্রার্থী হচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান প্রবাসের একজন পরিশ্রমী ও সার্বক্ষনিক সক্রিয় নেতা হিসেবে ডঃ সিদ্দিকুর রহমান দলের প্রধান শেখ হাসিনার কাছে খুবই বিশ্বস্ত। পদ্মা সেতুর ঋণ নিয়ে বাংলাদেশের ওপর মিথ্যা অপবাদের প্রতিবাদে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে তিনি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দফতর ঘেরাও করেন। নজিরবিহীন ওই কর্মসূচির পর বিশ্ব ব্যাংক আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে। যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত-রাজাকার চক্রের সরকার বিরোধী অপপ্রচার সাফল্যের সাথেই যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হিসেবে মোকাবেলা করেন। বিএনপিকে বিভিন্ন রাজ্যে কালো তালিকাভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন।
ডঃ সিদ্দিকুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৭৫ সালে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক থাকাকালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করায় গ্রেফতার হন। দিনভর অকথ্য নির্যাতনের পর ছাত্র আন্দোলনের মুখে ছাড়া পেলেও জিয়া সরকারের প্রশাসনিক চাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে প্রাণ বাঁচাতে বিদেশে চলে যান। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে প্রায় তিন যুগ চাকরিশেষে অবসর নেন। বিদায়ের প্রাক্কালে জেএফকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ উপদেষ্টা ড মাসুদুল হাসান কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান সহ অনেকে।
Share this content: