আমেরিকালিড নিউজ

ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

এবিএনএ: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি বিনোদন কমপ্লেক্সে এক বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববারের এই ঘটনায় আহত অন্তত ১১ জন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পুলিশ বলছে, বন্দুকধারীর নাম ডেভিড কাৎজ। বয়স ২৪ বছর। তিনি বাল্টিমোরের বাসিন্দা। তিনি ঘটনাস্থলেই নিজেকে গুলি করেন। এতে তাঁর মৃত্যু হয়। গুলির ঘটনায় পুলিশের সন্দেহে আর কোনো ব্যক্তি নেই। জ্যাকসনভিল ল্যান্ডিং নামের বড় শপিং, এন্টারটেইনমেন্ট ও ডাইনিং কমপ্লেক্সে ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে এই গুলির ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বন্দুকধারী কাৎজ একজন ভিডিও গেমার ছিলেন। ভিডিও গেম খেলতেই তিনি ওই কমপ্লেক্সে এসেছিলেন। গুলি করার সময় তিনি একটি হ্যান্ডগান ব্যবহার করেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ভিডিও গেমের প্রতিযোগিতায় হেরে রেগেমেগে এলোপাতাড়ি গুলি ছোড়েন কাৎজ।স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এই তথ্য সত্য কি না, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ। ঘটনার পর জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয় পুলিশ। ভিডিও গেমের ওই টুর্নামেন্টে অংশ নেওয়া এক ব্যক্তি টুইট করে বলেন, ‘আমি সত্যি ভাগ্যবান যে বেঁচে গেছি। আমার একটি আঙুলে গুলি লেগেছে।’ সাম্প্রতিক বছরগুলোয় ফ্লোরিডায় একাধিক নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে। ২০১৬ সালে অরল্যান্ডোর এক নৈশ ক্লাবে গুলিতে ৪৯ জন নিহত হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে পার্কল্যান্ডের একটি স্কুলে গুলিতে ১৭ জন নিহত হন।

Share this content:

Related Articles

Back to top button