আন্তর্জাতিক

ফ্লোরিডায় গুলিতে শিশুসহ নিহত ৩, আহত ২

এবিএনএ : ফ্লোরিডার মনক্রিফ এলাকায় একটি ফুড মার্টের সামনে গোলাগুলির ঘটনায় শিশু সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
পুলিশ জানায়, গাড়িতে থাকা অবস্থায় ৪ জনকে গুলি করা হয়। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু ছিল। তবে তারা সবাই একই পরিবারের সদস্য কিনা, তা নিশ্চিত করেনি পুলিশ। এদিকে তাদের মধ্যে এক নারী ঘটনাস্থলেই মারা যান। অপর নারী-পুরুষ ও শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে ঐ ঘটনায় গুলিবিদ্ধ অপর এক নারী চিকিৎসার জন্য সেখানে আসে।
ধারণা করা হচ্ছে দুই নারীর মধ্যে বাকবিতণ্ডা হওয়ার পর এই গুলির ঘটনা ঘটে। তবে বিষয়টি নিশ্চিত নন বলে জানান ফ্লোরিডার জ্যাকসনভিলার পুলিশ।
পুলিশ জানায়, এই ঘটনায় আরো কেই আহত হয়েছেন কিনা আমরা জানি না। কিন্তু জ্যাকসনভিলা পুলিশ বিভাগের জন্য এটি দুঃখজনক একটি দিন।

Share this content:

Related Articles

Back to top button